মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৭

বিষয় – স্ংস্কৃতি

প্রাচীন সংস্কৃতির গৌরব

চৈতন্য রেঁনেসায় সংস্কৃতির বাতাস ছড়ায় দিগ্বিদিক,
শিক্ষা-দীক্ষা, নৃত্য-গীত,শিল্প-সাহিত্য আয়োজন।
বিচিত্র কর্মকাণ্ডের ধ্যানধারণার নব আদর্শ
মনোভূমিতে আনে তার বৈপ্লবিক পরিবর্তন।

অষ্টাদশ শতকে ঘটে পাশ্চাত্যের সংস্পর্শ
পুরোনো ইমেজ,ভেঙে সমন্বয় সাধন।
পরিবর্তনের স্রোতে ভেসে গেল মধ্যযুগীয় রূপ
যুক্তিবাদ আর মানবতাবাদে আধুনিকীকরণ।

আধুনিক যুগে সংস্কৃতির জৌলুসের বাহার!
আদি রূপ নিক্ষিপ্ত সমুদ্রের লবনাক্ত জলে।
তবুও সে ছড়ায় আজো সুবাস গন্ধ ধূপে
বাঁশ বেত বস্ত্র শাঁখা আলপনা তলে তলে।

সেই বিচিত্র শিল্পে শিল্পীর স্বচ্ছ রঙিন কল্পনায়
তৈরিতে আজো আন্তরিক ভালবাসার হাসি।
দুর্গা,লক্ষ্মী,রাখী রাস দোলে বন্ধুত্বের উচ্ছ্বাস ঢেউ
পৌষ পার্বণ ভ্রাতৃদ্বিতীয়ায় খুশি রাশি রাশি।

বৈষ্ণব শাক্ত সহজিয়ায় আধ্যাত্মিক অভিব্যক্তি,
বেহুলা লক্ষ্মীন্দরের ব্যথাতুর উপাখ্যান।
কীর্তন ভাটিয়ালি, ঝুমুর পাঁচালী গানের সংস্কৃতি
শিক্ষা-দীক্ষা জ্ঞান-বিজ্ঞানের গৌরব অবদান।

ক্ষুরধার বুদ্ধিজীবী বাঙালি অধ্যক্ষ শীলভদ্র,
দর্শনশাস্ত্রের রঘুনাথ শিরোমনি,স্মৃতির রঘুনন্দন।
মধ্যযুগের শ্রীচৈতন্য থেকে বিশশতকে শ্রীরামকৃষ্ণ
বিবেকানন্দ ঋষি অরবিন্দ সংস্কৃতির নন্দন।

চিত্তরঞ্জন, বিপিন চন্দ্র সুভাষ চন্দ্র বাঙালি সন্তান
প্রফুল্ল,জগদীশ,মেঘনাদ,সত্যেন্দ্রনাথ বিজ্ঞানে। সংস্কৃতির প্রতিষ্ঠায় প্রাচীন কবি জয়দেব চণ্ডিদাস, গোবিন্দদাস কৃত্তিবাস মুকুন্দরাম গুণী সাহিত্যজ্ঞানে।

রবি ,মধু বম্কিম হেম নবীন শরৎ সংস্কৃতির ধারক,
চিত্র শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল,যামিনী।
রবি ঠাকুর, নজরুল অতুলপ্রসাদ, রজনীকান্ত গানে
উদয়শংকর,রবিশংকর আরো কত আছে না জানি।

ভাষ্কর্য শিল্পী দেবীপ্রসাদ রামকিঙ্কর বেইজ,
অভিনয়ে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী।
নাটকে সরযূ বালা,চলচ্চিত্রে সত্যজিৎ তপন সিংহ মৃণাল সেন খ্যাতিতে দেখিয়েছেন বাহাদুরি।

জ্ঞানে কর্মে ধ্যানে সাহিত্য বিজ্ঞানে প্রাচীন গৌরবে গৌরবান্বিত অতীতের ভারতভূমির সংস্কৃতি।
পাশ্চাত্যের সংস্পর্শে সংস্কৃতি আজ রুচিহীন
মানসিক দূষণে তার অপরিশীলিত বিকৃতি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।