সাপ্তাহিক ধারাবাহিকে কুণাল রায় (পর্ব – ৩৫)

শ্রীমদ্ভগবদ্গীতা :

পঞ্চদশ অধ্যায়ঃ : পুরুষতম যোগ : অন্তিম পর্ব : 

ভগবান অর্জুনকে বললেন যে সূর্যের যে তেজ এবং চন্দ্রের যে শীতলতা, তা মূলত তাঁরই অংশ। তিনিই এই পৃথিবীকে তাঁর শক্তির দ্বারা পুষ্ট করেন এবং রস সমৃদ্ধ চন্দ্রেরূপে ধান, যব আদি ওষধি পুষ্ট করেন। তিনি এই জঠরে অবস্থান করেন এবং প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করেন।

 তিনি আরো বললেন যে তিনি সকল জীবের হৃদয় অবস্থিত। তাঁর থেকেই স্মৃতি ও জ্ঞান বিলুপ্ত হয়। তিনিই বেদ, বেদান্ত এবং সকল জ্ঞান ও বিজ্ঞানের আদি ও অন্তিম স্রোত। এই জড় জগতের জীবকে ক্ষর এবং চির জগতের জীবকে অক্ষর বলা হয়। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। তিনিই ঈশ্বর। তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনিই সর্বশক্তিমান। তিনিই অঙ্কুরে অঙ্কুরে বিরাজমান। তিনিই তাঁর সকল শক্তি দিয়ে এই ব্রহ্মান্ডকে ধারণ করে আছেন তিনিই তাঁর পরম পিতা ও প্রতিপালক।
 স্বয়ং ভগবান অর্জুনকে বললেন যে তিনি ক্ষর ও অক্ষরের অপেক্ষায় উত্তম। তাই তিনিই একমাত্র পুরুষতম, এই বিষয় কোন সন্দেহ নেই।
   এই ব্রহ্মান্ডে যিনি তাঁকে পুরুষতম বলে জানেন, তিনিই একমাত্র সঠিক উপায় অবলম্বন করে তাঁর ভজনা করতে সক্ষম হন।
  এই ভাবেই এই পরম গোপনীয় শাস্ত্র ভগবান তাঁর সখা অর্জুনের নিকট উন্মোচন করলেন। যিনি এর ব্যাখ্যা উপলব্ধি করতে সক্ষম, তিনিই প্রকৃত বুদ্ধিমান ও সকল প্রকার সিদ্ধিলাভের অধিকারী হন!!
সমাপ্ত
Spread the love

You may also like...

error: Content is protected !!