পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৫
বিষয় – মাতৃভাষা/বিদেশী ভাষা
ভাষার দ্বন্দ
যে শিশু ভূমিষ্ঠের পরে,
শ্রবন করে যে কথা,
তা তার মাতৃভাষা!
যে জন প্রকাশ করে তাঁর ভাবনা,
অনুভূতির স্রোত,
সেও তাঁর মাতৃভাষা।
যে ভাষায় জ্বলে উঠেছিল,
বিদ্রোহের আগুন,
পূর্ণ স্বতন্ত্রতার উদ্দেশ্যে,
তা আমার মাতৃভাষা!
যে ভাষার উচ্চারণে-
আলিঙ্গন করে ফাঁসির দড়ি,
সে আমার মাতৃভাষা!
এল বিদেশী জাতি,
শুরু হয় তান্ডব!
নিপীড়ন-
যাদের ভাষার একমাত্র উদ্দেশ্য।
নিয়মে,
অনিয়মে,
যাদের সাম্রাজ্যবাদী ভাষা,
নির্মাণ করে এক স্থাপত্য!
তবুও বিদায় লগ্নে,
ফেলে গেছে কিছু উপাদান,
মনে যা হয় অমূল্য-
প্রহসন মাত্র!
দ্বন্দ্বের এই মহাযজ্ঞ,
চলছে অনন্তকাল ধরে-
নেই কোন সমাধান,
নেই কোন নিষ্কৃতি,
তবু-
আছে বিবর্তন,
আছে পরিবর্তন,
আছে প্রগতি!!