কবিতায় পদ্মা-যমুনা তে ফিরোজা সামাদ

জীবন শুধু গোলাপের কাঁটা

আমি দেখেছি গোলাপের গায়ে অসংখ্য কাঁটা
তবুও ওই কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
গোলাপের ভেতর থেকে নিংড়ে নিয়েছিলাম
সমস্ত সৌরভের এক ভাস্কর্য ||

নিস্তব্ধ লোকালয় পাখিদের কোলাহলে মুখরিত
আমার হৃদয়ভরা আকাশ ছোঁয়া কল্পজগত
ঘড়ির কাঁটায় ঘন্টা বাজে সুসময় ও দুঃসময়ের
জীবনের চারিপাশ ঘিরে থাকে নীল কুয়াশা
অকারণ ব্যর্থতা নিয়ে শূন্যে ঝুলে থাকে
আশাহত একটি জীবন ||

স্বপ্নগুলো ছিন্নভিন্ন হয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়
নদ-নদী,বন-জঙ্গল পাহাড় পেড়িয়ে আজ
আমি চলেছি বিচিত্র এক অভিযাত্রায়
প্রতিনিয়ত খুঁজে ফিরি আমার আপনার চেয়েও আপন সেই নিশ্চিন্ত ঠিকানা ||

কিন্তু ; সমস্ত পথ আমায় নিয়ে একটি
গোলকধাঁধার বৃত্ত আঁকতে থাকে অহর্নিশ
আমায় উপহাস আর তাচ্ছিল্য ভরে তার
সমস্ত ঐশ্বর্য বিলিয়ে দেয় অনিঃশেষ পথের পরে,
তখন আমি থাকি অবিরাম দিশেহারা পথহারা ||

মাঝে মাঝেই কাঁদতে ইচ্ছে করে অবাধ্য শিশুর মতো দিন ও রাত অবধি,কিন্তু;
কান্নারা করছে আমার সাথে নিত্য প্রতারণা
হিমঘরে বন্দিনী আমি বরফ কষ্টে বুক বেঁধে
পার করছি এক অস্থির সময় ||

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।