T3 || দোল পূর্ণিমা স্পেশাল || এ লিখেছেন কুণাল রায়

বসন্তের এই স্নিগ্ধ স্পর্শে,
সেজে উঠেছিল সেদিন কৃষ্ণচূড়া গাছটি,
সে যেন এক অশেষ সৌন্দর্যের বহিঃপ্রকাশ,
রক্তিম রঙের ফুল গুলো সত্যেই সেদিন,
উন্মুক্ত করেছিল এই হৃদয় কপাটকে!
মনে এক দোল লেগেছিল সেদিন,
প্রাণে এক বিন্দু প্রণয় বারি,
যার অপার অস্তিত্ব তোমারই মাঝে,
ছিল সযত্নে!

রবি কিরণের সাত রঙে রাঙিয়ে ছিল আকাশটা,
চার পাশে শুধু তখন এক রঙের মেলা,
লাল, নীল, হলুদ, সবুজ, কমলা,
তারই মাঝে তুমি অনন্যা!
কপালে এক চিলতে রং,
পরনে সাদা শাড়ি,
হাতে আবিরের ভিড়,
প্রেম যেন পেল এক নবীন স্বাদ,
তোমার হাত যেদিন স্পর্শ করল আমায়–
মুখ মন্ডলে তখন এক তৃপ্তি,
এক অপার্থিব সুখ অনুভূতি!
নরম কণ্ঠে তুমি বললে,” আজ যে বসন্ত উৎসব”।
উপলব্ধি করলাম বসন্তের এক জাগ্রত মহিমা!

এক পর কেটে গেছে বহু রজনী,
বসন্ত আজও জাগ্রত দ্বারে,
আজও সেই লাল, নীল, হলুদ, সবুজ, কমলার ভিড়,
আজও তোমার উপস্থিতি জাগায় এক শিহরণ,
আজও মনে পড়ে তোমার আমার নিবিড় ক্ষণ,
কোন এক আবেগসিক্ত মুহূর্তে বলেছিলে,
উৎসব আজ শুধু প্রাঙ্গণে নয়,
উৎসব আজ হৃদয়ের আঙিনায়ও,
বুঝেছিলাম বসন্ত শুধু প্রকৃতিতে নয়,
ছুঁয়েছিল এই দুই মনকেও!!

Spread the love

You may also like...

error: Content is protected !!