T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় কাকলী পাল

নারীকথা
আবারো বছর ঘুরেই ফিরে এসেছিলো ৮ই মার্চ;
পত্রপুষ্পে কনকাঞ্জলী মাতৃ আবাহনী,
আমি মুখ্যু সুখ্যু বুঝি না তো কিছুই;
নারীর জন্য নাকি এক দিবস হয়েছে?
গায়ের রঙটা ময়লা বটে মনটা আমার সাদা,
তুচ্ছ বিষয় নিয়ে কেনো শুনেছি যত খোঁটা!
তিনশত চৌষট্টি দিন দূর্বিষহ যন্ত্রণায়,
একটি দিবস রেখেছে দেখি পাপস্খলনের আশায়;
নারী মাংস খোলা বাজারে নূন্যতম মূল্যে বিকায়,
শহরতলী মহানগরী জুড়ে নির্লজ্জ নির্লিপ্ততায়,
ধর্ষিত দলিত সম্ভ্রান্ত নপুংসকের কারণে,
তৃপ্তির ঢেকুর তোলে রবিবাসরীয় আড্ডায়!
পারিবারিক হিংসার হোতা যদিও সেও নারী!
জীবন্ত দগ্ধ হয়ে বাঁচে পণের বিনিময়ে,
প্রস্তরীভূত বোবা কান্নায় বন্ধ্যা নারীও ভাসে!
বীরাঙ্গনা নারীও যেমন বারাঙ্গনাও নারীই,
প্রতিকূলতার উজান বেয়ে তবুও ভাসাই তরী;
স্বকীয়তার একমুঠো আত্মবিশ্বাসী অতন্দ্র সীমান্ত প্রহরী!
নারী-পুরুষ সমানাধিকার সংবিধানের স্বীকৃতি,
দিবসের বেড়াজালে নারীমেধ যজ্ঞের কি প্রয়োজন আছে?
নারীই যদি আগলে রাখে আগামীর রঙীন স্বপ্নগুলি,
স্বনির্ভর উড়ান হোক নারীর অঙ্গীকার।