T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অলক্তিকা চক্রবর্তী

গল্পলোক

কেউ কি কান পাতে…?
লোনা জলে ঢেউ গোনে অবেলার দিন/

হিসেবী সংক্রান্তির হাতে/ জপতপ নিয়মআচার
তুলে দিয়ে নবান্ন আলপনা আঁকে চৈ চৈ বেলা /
গোপনে নিশিপদ্মের আখ্যান শোনায় পৌষালী-গীত/
জিরানকাটের রসে তুফান তোলে আলোকিত ফোয়ারা /

বদলের পথে নামে সরস বর্ণমালা/

আর সামিয়ানা ঘিরে টুপটাপ ঝরে পড়তে থাকে
কবোষ্ণ সংলাপ/
এমনই কোন এক বিকেলের গল্পলোকে..

Spread the love

You may also like...

error: Content is protected !!