T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় রিতা মিত্র

স্বপ্ন লোকের পথিক

স্বপ্ন লোকের পথিক তুমি
ক্রমাগত খেলে গেছো ভাঙা গড়ার খেলা
ধ্বংস স্তূপে গজিয়ে উঠেছে
কতশত কবিতা চারা
রেষারেষি চলেছে মধ্যবর্তী ব্যবধানে
টিকে থাকার লড়াইয়ে তোমার দেওয়া মন্ত্র আওড়ে চলছে অনেকে
দেখো তোমার ছাদ বাগানের ক্যাকটাস গাছে কেমন ফুল ফুটেছে
এই ফুলে এসে বসবে নতুন প্রজাপতির দল
আমি প্রজাপতির ডানা থেকে সংগ্রহ করব অভিষ্টে উড়ে যাবার পরাগরেণু
ডানার রঙ থেকে যে রামধনু তৈরি হবে সেটা কি সকলে দেখতে পাবে?
এই রামধনু দেখার জন্য চাই অন্তরের চক্ষু
আর অন্তরের চক্ষু জাগ্রত করার জন্য চাই স্বপ্ন লোকের দ্যুতি।

Spread the love

You may also like...

error: Content is protected !!