প্রবাসী মেলবন্ধনে কামরুন নাহার রুনু (আয়ারল্যান্ড)

লোবান
যতটুকু স্পর্শ নিয়েছি এই ছাইভস্ম জীবনের-
প্রতিটা ছেঁড়া পৃষ্ঠা জুড়ে জল আর নৌকার বাষ্পায়ন চোখে পড়ে
ঝরাপাতা উপস্থিতি জানাতে আঁকড়ে ধরে মাটিকে
আমি বেঁচে থাকার অনন্ত তৃষ্ণা নিয়ে ভেসে যাই-
শৈশব থেকে কৈশোরে, অতঃপর যৌবনের কাঠগড়ায় দাঁড়িয়ে
দীর্ঘজীবি বৃক্ষের কাছে জেনে নিতে চাই
কতটুকু নির্যাস হলে আনন্দফুল ক্রমশ মেতে উঠে পরম আনন্দে
বসন্ত বিলাসে কতবার জড়িয়েছে ঠোঁট, তবু
বারবার অন্ধ বিকাল এসে লোবানের গন্ধে জড়ায়
বুক পিঠ তথা মস্তিষ্ক……………
……………
জন্মের পাশে আঁকা দেখি মৃত্যুর সমাচার
মহাকালের ভগ্নাংশ মিলাতে মিলাতে বিশ্বাসে করি করাঘাত
দিনশেষে ভাগাভাগি করি স্বপ্ন আর যাপনের ইতিহাস
ফিরে দেখি বুকের সাদা পৃষ্ঠায়
পড়ে আছে কেবল কফির বাদামি ছাপ……………