আমরা পরস্পরকে কিছুই দিতে পারি না
অপরিমেয় বিচ্ছেদ ছাড়া
বিচ্ছেদ কেবলই বিচ্ছেদ
চোখের জলের সাথে সাথে মিশে থাকে ধর্মান্ধতার ক্রোধ
যা সব অর্জনের সাথে বিচ্ছেদ ঘটায়
হৃদয় প্রগতির তন্তু বয়ন করে এধার ওধার দোল খায়
যেন বাবুইয়ের ঘর
ঝড় ও তান্ডব বিচ্ছেদ ঘটায়
শিকড় ও চূড়ার সংযোগ…
কিছু কিছু অক্ষর তো ছেড়ে দিতেই হয়
কিছু কিছু মৌলিক মূহুর্ত
হোগলাবনের ঝুলনকাল নয়তো হঠাৎ চমকে দেওয়া
ভোরের স্থাপত্য
ইচ্ছার অনতিক্রমনতায় জড়িয়ে থাকি অতি বিচ্ছেদকালে…