কবিতায় কণিকা দাস

ডুয়ার্সের বনচ্ছায়ে

কী এক অমোঘ আকর্ষণে ছুটে যাই গর্ভভূমে
চারদিকের ঘন অন্ধকারের মায়াজগৎ
স্বপ্নঘোরে কাটে নৈঃশব্দ্যের প্রতিটি ক্ষণ
এখানে মায়াবী সবুজের হাতছানি
ভালোবাসা লুকিয়ে থাকে ডালে পাতায়
আর অশরীরীর গোপন জলসায় খাবি খায়
অবচেতন মনের আস্ফালন।
এখানে শান্তির বাতাবরণ তৈরি করে
গুল্ম আর বুনো ফুলের মৌতাত
গর্ভভূমের শান্ত মায়াজলে সাঁতার কাটে
শৈশব, কৈশোরের লালিত স্মৃতি
এ আমার দ্বিতীয় জন্মের অহঙ্কার।

Spread the love

You may also like...

error: Content is protected !!