T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

ঈশ্বরতত্ত্ব ও নির্ভরশীল চাঁদ

শব্দ হচ্ছে
কাটাছেঁড়া চালিয়ে যাবার আগে চেনা দরকার রুমাল-
কেউ নববর্ষে নতুন জামা পরে
কেউ নিজেকে স্ট্রিট লাইটে দাঁড় করায়-
আসল উদ্দেশ্য ছায়াপথ
পুরনো হোক বা নতুন
হয়ত ট্রামলাইনে পাতা আছে নতুন সূর্য
তার ওপরে মাড়িয়ে যাচ্ছে স্বনির্ভর সাইকেল।

এই নতুন বছরে তুমি চাকার দাগ খুঁজোনা…
আপাতত বছর শেষের জমা ফুলে
খুঁজে দেখো একরাশ উদ্বাস্তু আলো…

একটা পুরনো সময় আর কিছু ধ্বংসের নিশান-
গোপনীয়তায় খুঁজে নাও সেইটুকু শ্বাস-
প্রথম সূর্যের দিকে
ছুঁড়ে দিতে হতে পারো সমস্ত নির্ভরতা।

আমি কক্ষপথের অনুসারী
পয়লা বৈশাখের ভোরে নিজের দিকে ছুঁড়ে দিয়েছি ফুল-
ঈশ্বর সেজে ওঠা হয়নি পুরনো দিনগুলোয়
তাই প্রত্যেকটি পাপড়ির কাছে আমার কৈফিয়ত চাওয়া বাকি…

নতুন বছর থেকে নতুন জন্ম
এই নতুন দিনেও আমি মূর্তিপুজোর কথাই ভাবি…
প্রত্যেক দর্শনার্থীর হাতে তুলে দিই নির্বাসিত হালখাতার পাতা।

বাকি হিসাব মেলাতে গেলে প্রয়োজন ব্যাক্তিগত অন্ধকার-
অপেক্ষা বাড়ুক
নতুন গোধূলির শেষে শরীরে এসে পড়ুক নির্ভরশীল চাঁদের আলো।

Spread the love

You may also like...

error: Content is protected !!