কবিতায় কল্পোত্তম

ঘুড়ি-১৩

 

হাওয়ার দিক বদলের অপেক্ষা।

লাটাই হাতে কে দাঁড়িয়ে মাঠে?
অপেক্ষায় থাকতে থাকতে
পার হয় সময়,
দুপুর পার হয়ে বিকেল
বিকেল পার হয়ে সন্ধ্যা;
সূর্যাস্তের আগেই
উড়িয়ে নিতে হবে ইচ্ছামতো।

পরের দিন ওড়াবে
সেই সুযোগ আসার নিশ্চয়তা
ভূমন্ডলে নেই ঈশ্বরেরও।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *