মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরার সেরা)

অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২১
বিষয় – মনের ওপরে
মনের আড়ালে
হাত বাড়ালেও তোকে আর ছুঁতে পাই না।
হয়তো তুই থাকিস কোন ভিন্ন এক গ্রহে।
তবুও যেন মনে হয়, তোকে ছুঁতে পারছি,
তোকে চোখের সামনে দেখতে পাচ্ছি,
আমার না বলা কথাগুলো সব তোকে বলতে পারছি।
আসলে তুই আমার হৃদয় জুড়ে আছিস।
আমার মনের ভিতর বাইরে সর্বত্রই শুধু তুই।
তাই তো এত সহজেই তোকে পাই।
তোকে এভাবে পাওয়া আমার মনে মনে।
আজ কতগুলো বছর কেটে গেল তোকে দেখি না।
তোকে দেখার জন্য
তোর সাথে কথা বলার জন্য
মনটা আজ আর অস্থির হয় না।
সবকিছু শিথিল হয়ে গেছে।
জীবনের ন্যায় অন্যায়, দুঃখ বেদনা
সবকিছু মানিয়ে নিয়ে চলতে শিখে গেছি।
মনের চাপা কথাগুলো কাউকে আর বলতে ইচ্ছে করেনা।
তারা মনের মধ্যেই রয়ে যায় আপন মনে।
জানি তোর সাথে আর কোনদিন দেখা হবে না।
তোর মনের ঘরে আমার কোন স্থান নেই।
কিন্তু তুই কি করে আমার মন জুড়ে রয়ে গেলি,
তোকে তো কোনদিন বলিনি —-ভালোবাসি ।
ভালোবাসি না বললেও ভালোবাসা রয়ে যায় মনের গহনে।
তোর কথা মনে হতেই রবি ঠাকুরের গানটা বড্ড মনে পড়ছে————
আমার ভিতর ও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে।