T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় জীবন সরখেল
আমার উমা
এই জগত আমার উমার স্নেহসুধার জন্যই বুভুক্ষু আজীবন
আবার শক্তির ভরকেন্দ্র রূপেও মেয়ে আমার সবার পরমশ্রেয়!
সামান্য চাওয়া পাওয়ায় সন্তুষ্ট
সংসার বৃত্তের কেন্দ্রেও ‘সে’ দেয় ধরা বারেবারে!
হাজারো অভাব অনটনে বিধ্বস্ত,লাঞ্ছিত ও অবগুণ্ঠিতা হতেও ‘সে’ পিছপা নও!
‘আবার তুমি’ই ‘ মা ‘সর্বংস্বহা ধরিত্রী হয়ে অমৃতসুধার জন্য ধৈর্য্যের ও সহিষ্ণুতার অটল প্রতিমূর্তি হয়ে ওঠো।
তোমাকে শাসন করতে চাওয়া আসুরিক শক্তি যুগে যুগে হয়েছে পর্যদুস্ত ও ভূলুণ্ঠিত।
তবে আজকাল কামনা,বাসনা ও লালসার আগুন জ্বেলে পৈশাচিক শক্তির বিষাক্ত উল্লাস দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ি মাঝেমাঝে।
লিঙ্গবৈষম্যের ধোঁয়াশায় সত্যের অপলাপ দেখেও হতাশ হয়ে উঠি;
তবে পৃথিবীর সেরা সুখী দেশের তালিকায় যখন নারীকেন্দ্রিক ভুটানের কথা শুনি তখন মনে মনে পুলকিত না হয়ে পারি না।
কেবল ইউরোপ,আমেরিকা নয় যখন মেঘালয়,অরুণাচল, মণিপুর, মিজোরাম ও হিমাচলের মতো রাজ্যে নারীকেন্দ্রিক বহু স্বাধীন বাজার ,হাট ও দোকান দেখি তখন মনে হয় পৃথিবীটা একদিন মুক্ত আঙিনা হয়ে উঠবেই ।
সৃষ্টিসূত্র আবার ঠিক কথা বলবেই।