ক্যাফে কাব্যে জীবন সরখেল
রঙীন ডানা
ষড়রিপুর পাঁচফোড়নে বিস্ফোরিত হয় সুবিস্তৃত ঢেউগুলো
সুবিমিশ্র রক্তস্রোতে ভালোবাসা আজও জীবনের বৃত্তেই ঘোরাঘুরি করে!
কথা রাখতে চেয়ে আমরা নিরন্ন ভোরেও নিরন্তর পাখির গান বুনি।
নীলকরবী নদীস্রোতেই স্বপ্নস্নান সারে;
নদী তার অস্তিত্ত্ববিপন্নতাকে প্রেমের কাছেই বন্ধক রাখে!
সেই অবসরে কবিতার গায়ে একঝাঁক প্রজাপতি তাদের রঙীন ডানাগুলো মেলতে থাকে।