ক্যাফে কাব্যে তুষার আচার্য্য by TechTouchTalk Admin · June 27, 2025 অদেখা আলোর কাছেভিড়ের মধ্যে হারিয়ে যাই,তবু তোমার স্পর্শ টের পাই বাতাসে।চায়ের ধোঁয়া ওঠে,একটু একটু তোমার গন্ধ মিশে যায়,কথা না বলেও,তুমি পাশের চেয়ারটায় বসে থাকো।রুক্ষ রাস্তাগুলো পায়ের তলায় কাঁপে,তবুও বুকের গোপন কোণায়তুমি নরম আলো হয়ে জ্বলতে থাকো।আমি জানি,দূরে থেকেও তুমিআমার একদম পাশে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 ধারাবাহিক || ভ্রমণ সিরিজ || সুব্রত সরকার – ৯ June 7, 2025 by TechTouchTalk Admin · Published June 7, 2025