প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

পাখিদের গল্প
(উৎসর্গ : চেতনার কবি কাজী নজরুল ইসলাম)
নিঝুম শহরে দু’টি পাখি জেগে থাকে
ফিসফিস করে একে অন্যকে ডাকে।
দু’টি পাখি মনে হাহুতাশ পুষে রেখে
একে অন্যের উদাস মনটি দেখে।
রাতজাগা সেই পাখিদ্বয় ভোর হলে
যে যার কর্মে আপন গতিতে চলে।
ক্লান্ত দুপুরে পাখি দু’টি বড়ো একা
চোখে ভাসে শুধু রাজপথ আঁকাবাঁকা।
দুপুর গড়িয়ে বিকেলের রেখা এলে
এলিয়ে শরীর ক্লান্তিটা ওরা ভোলে,
অতঃপর সেই মায়াবী সন্ধ্যা কালে
নীড়ে ফেরে ওরা নিশ্চুপে তালে তালে।
রাতের নিঝুম নেমে এলে চারপাশে
পাখিদের মন উচাটন হাঁসফাঁসে,
জেগে জেগে পড়ে একে অন্যের চিঠি
খেয়ালি মনের দীপ জ্বেলে মিটি মিটি।
পাখিদের খোঁজ রাখে না তো কেউ আর
ঘুমহীন রাতে কেবলই যে হাহাকার।