|| আজ সারাদিন শুধু নাসের হোসেন || কবিতা পাক্ষিক থেকে

ছিঁড়ে – কেটে

নাসের হোসেন
আমি তো সেকথা শুনিনি, রাতের ভূত বিলি কেটে গেছে
পিঠের উপরে, তুমিই দেখেছো সে-দাগ, আমাকে
দেখতে হলে অনেক কসরত করতে হবে, আয়নার
সামনে আর একটা আয়না ধরে তবে যদি সে-দাগ
দেখতে পেতাম, দেখতে না পেলেও ছিঁড়ে যাওয়ার
একটা চিনচিনে ব্যথা সে-জায়গাটাকে টাটিয়ে
রেখেছে, সে কেমন ভূত, নাকি কোনো ভূতনী, যে কেবলমাত্র
একটা বা দুটো জায়গা নয়, সমস্ত শরীরটাকেই
কামড়ে করেছে ফালা-ফালা, এমনকী স্বর্গীয়
কণ্ঠে জানিয়েছে পরবর্তীতেও এরকমই ঘটতে থাকবে
রাতের পর রাত, ছেলে অফিস যাওয়ার আগে ফিরে
দাঁড়িয়ে বলল, আহা বাবা, তোমার সারা মুখে আর
গলায় এত ছিঁড়ে-কেটে গেল কী করে, এসো আমি
শুশ্রূষা করে দিই, বোসো বোসো, একটু চুপ করে বোসো।
কবিতা পাক্ষিক
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।