প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

লাল পিরানের গল্প

শিকাগোর পিচঢালা পথে –
ছোপ ছোপ রক্ত জমেছিলো সেদিন,
রক্তের আবির দিয়ে আলপনা এঁকেছিলো বিপ্লবী শিল্পী;
বিপ্লবের পতাকা হয়েছিলো হেনরির রক্তমাখা শার্ট।

ঢাকার পিচঢালা গলিতে
তারা মিয়ারাও শহীদ হয়েছে কতবার!
সেই রক্ত আলপনার রঙও হয়েছে শতবার –
ওরাও হয়েছে গানের স্তবক রমনায় কিংবা শিল্পকলায়;
কিন্তু পতাকা হলো না তারা মিয়াদের রক্তাক্ত পিরান।

বিপ্লব কী পিছু হাঁটে?
রক্তও কী বদলায় তার রঙ?
দ্রোহ কী কেবল শিকাগোরই হ্যারিটেজ?
প্রশ্ন অনেক, উত্তর জানা নেই এইসব গল্পের।

Spread the love

You may also like...

error: Content is protected !!