প্রবাসী ছন্দে জসিম মুহাম্মদ রুশনী (বাংলাদেশ)

লাল পিরানের গল্প
শিকাগোর পিচঢালা পথে –
ছোপ ছোপ রক্ত জমেছিলো সেদিন,
রক্তের আবির দিয়ে আলপনা এঁকেছিলো বিপ্লবী শিল্পী;
বিপ্লবের পতাকা হয়েছিলো হেনরির রক্তমাখা শার্ট।
ঢাকার পিচঢালা গলিতে
তারা মিয়ারাও শহীদ হয়েছে কতবার!
সেই রক্ত আলপনার রঙও হয়েছে শতবার –
ওরাও হয়েছে গানের স্তবক রমনায় কিংবা শিল্পকলায়;
কিন্তু পতাকা হলো না তারা মিয়াদের রক্তাক্ত পিরান।
বিপ্লব কী পিছু হাঁটে?
রক্তও কী বদলায় তার রঙ?
দ্রোহ কী কেবল শিকাগোরই হ্যারিটেজ?
প্রশ্ন অনেক, উত্তর জানা নেই এইসব গল্পের।