ক্যাফে কাব্যে যুবরাজ মাল

ভালো লাগে নাকি আর এসব খুনসুটি।
বয়স হলেই প্রেমিক হয় পূর্ণাঙ্গ মানুষ নাকি।
তাসের ঘরে আর দেখিনা স্বপ্ন-
জেগেই থাকি নতুন কিছু দেখবার জন্য, শুনছো আলাপি?
আলাপি জানো-
ভোর হয়না আর আমার এখন।
রাত কেটে যায় সন্ধ্যা হওয়ার পরেই।
দেখতে দেখতে সকাল হয় কেমন-
কি জানি দাগ কেটে যায় কোন কাঁটা পালার সব আঁচড়েই।
চোখে তবুও আমার স্বপ্ন ভাসে-
দিবাস্বপ্ন দেখতে তোমাকে নিয়ে কিস দোষ?
শুনলাম আমি, ভালোই আছো তুমি।
করছো না কারও সাথে আর প্রেমের আপস।
আপসহীন জীবন খুব ভালো জানো।
তোমার দেখলে আমার খুব হিংসা হয়।
ভাবি আমি-
যদিও আমিও পারতাম আপসহীন হতে-
তবে আমি পূর্ণাঙ্গ চেতনায় ভালো থাকতাম কি নয়?
ভালো থাকাটা এখন দারুণ অসুখ।
মাঝেমধ্যে ভুল করে সে হয়, আবার সারে নিয়মমাফিক ওষুধ পেলে।
আমি শুধু তাকেই চাই জানো, বছর ব্যাপী-
ছাড়বো না তাকে, একবার তার ঠিকানা আমার হাতে এলে।