ক্যাফে কাব্যগুচ্ছ তে যাজ্ঞসেনী গুপ্ত কৃষ্ণা

তবুও জোনাকি
১
সমস্ত দেনা স্বীকার করে নেওয়া আজ বারবার
সন্ধ্যাতারার কাছে,
জলস্রোতের মতো দুপাশে সরে যায় শব্দাবলী – অসহায় সৌধজরা
অসহায় শব্দ, কত দীন
প্রায় মুছে যাওয়া ক্ষতের আবছা দাগে
অক্ষর ফোটাতেই অপারগতা
স্বেচ্ছা বিচ্ছেদে বিকেলের নীলিমা যেভাবে ধরে রাখে গেরুয়া রোদ
আজ কবিতার কাছে শেষবার তাই
আলেয়া দ্বীপ, তোমাকে জানাই
কী অমোঘ সত্য ওই বালিঘড়ি
মধ্যযাম বিপুলে ভেঙে পড়ে নৈঃশব্দের মরাখাতে
তবু কাঁদাতে পারিনি অপুষ্ট ফুলের জন্য
জাগাতে পারিনি ঘুমিয়ে থাকা চোখের জল
ও আলেয়া দ্বীপ, আজীবন তবুও একটি জোনাকি দীপিত হতে থাকবে
২
অঘ্রাণ আসে বারংবার, শীতকাল আসে –
বোধের সরণী ধরে
বিপণ্ণ বেদনার ডালিমের দানা কুয়াশায় পড়ে থাকে
সমস্ত রাত শুনতে পাই ট্রামের ঘটাং
সমস্ত রাত ডাহুকের ডানার ঝাপট
হাওয়ায় নেচে উঠে সমুদ্র পেরিয়ে যান জীবন- বিনয়
মায়া স্ফটিকে মূর্ত আসংসার দৃশ্যের একক জাগিয়ে, জলের শরীরে জল আমাকে কেন কাঁদায়?
প্রাকৃত নীলের ভেতর মহাকাল হেসে ওঠে একবার।