জন্মাষ্টমী স্পেশাল এ জয়ীতা চক্রবর্তী আচার্য

নন্দের দুলাল কৃষ্ণ!
শুভ জন্মষ্টমী..২০২৩
জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে..!!
সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা..!!
কামনা করি নন্দ গোপালের আশীর্বাদে..!!
সবার জীবন আনন্দে ভরে উঠুক..!!
শুভ জন্মাষ্টমী..!!
যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত।
অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম।
পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে।
(জ্ঞানযোগ ৭/৮)
জন্মাষ্টমির শুভক্ষনে
স্মরি শ্রদ্ধায় ভক্তি মনে
কদম গাছের শিকড়ের ফ্যাকাশে
নবজন্ম, জন্মের মাটি ছায়াসুনিবিড়
কুলদেবতার পেতলের সিংহাসন,
রোদের খড়িমাটি মঠের প্রাচীরে আলপনা এঁকে দিয়ে যায়.. পোশাক বদল,
ছায়া-স্নিগ্ধ কুঞ্জবিতানে ।
হৃদয়-আকাশ হবে নক্ষত্রমালিনী
নেশাতুর চোখ জেগে আছে,
আবছা আলো জ্বলে,
জেগে উঠবে সকরুণ নীলমণিলতা!
চলেছে যাত্রার দল পায়ে হেঁটে,
মুঠো মুঠো ফুল—
এমন এক অমীমাংসিত ঘর , যার প্রতিটা কোনায় আড়ালে – আবডালে মিশে আছে,
অভাবগুলোই সর্বাধীক আপনজন হয়ে উঠেছে।।
জয়ধ্বনি তুলছে,
আমি সমস্ত মৃত্যুভার নামিয়ে রাখি দেহ থেকে,।।