মার্গে অনন্য সম্মান পরী (নন্দিতা দে) (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ১২১
বিষয় : মনের ওপারে

হৃদি – মাঝারি

নদীর ন্যায় মন যে আমার চলে আঁকে বাঁকে,
কুলু কুলু বেগে স্রোতে ভাসি বয়সের ফাঁকে ফাঁকে।
বয়স প্রায় বছর চল্লিশ মধ্য বয়সী নারী;
বছর ঘুরে পেরিয়ে পৌঁছব প্রৌঢ়া কামিনী ।
যতই বাড়ুক বাহ্যিক বয়স –
মনের ওপারে কিশোরী সাহস,
চোখ বুজলে এখনও হারাই মেয়েবেলার ছায়াপথে,
উল্লাসে মাতি সুখের ছোঁয়ায়,
চাই না ফিরতে নিষ্ঠুর কায়াপথে।
যুবতী কালের প্রেমিকা মন
আজও উচাটন করে যৌবন ;
জীবনে বাঁচি যুবতী রুপে
লাগবে না তাতে কোনো উপঢৌকন।
বয়স কেবল সংখ্যা মাত্র
অগোচরে মন ছোট্ট রাণী ;
আপন খেয়ালে মাতোয়ারা সে
মনের গভীরে জানি ।
ছোটবেলার দিনগুলি সব জীবন্ত যেন এখনও হৃদে;
মৃত্যু পর্যন্ত আগলে ধরব বাঁচিয়ে রাখব খিদে।
মনের ওপারে এভাবেই আমি রইব চিরকাল –
কেউ না চিনুক বুঝুক আমায়,তাতেও মিলব পরকাল।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।