T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়

কিছু আধ্যাত্মিক — ২০ 

মন্ময় অন্ধকারে তলিয়ে যাই
সুষুম্না পেরিয়ে যাই গভীর অতলে

প্রলয় সাগর গাঢ়তর স্রোতে নেমে যায়
ঘূর্ণমান পাকচক্র জলে।

রুদ্ধবাক চেয়ে দেখি কোনোখানে
সবুজের ছোঁয়াটুকু নেই

চেনা বন গাছপালা সজীবের কোলাহল
আন্দোলন অদৃশ্য অলীকেই।

অচেনা সেই কালো মরুজল ঢেউয়ের আঁচল
আতঙ্কের তড়িৎ ইশারা

তার ফাঁকে করোটির তৃতীয় নয়নে অদ্ভুত
আলোর ঝিলিকে দিশেহারা।

ওঁংকার রব জাগে ধীরেধীরে ছেদহীন
বাজে কোন গূঢ়তম স্থলে

প্রাণের গোপন কোণে আশা জাগে
শব্দ পায় কালোবরণ জলে।

কালক্ষয় শেষ হলে ‘মা’- ধ্বনি অবিরাম
প্রাণের আরামে বাজে

কী পাতাল জানা নেই অতলে স্বর্গ এক
যেখানে মা স্বনামে বিরাজে।

যে দহনে উপশম নেই জলজ তরলে
যে দহন গরলসমান

মায়ের অমৃত নামে শান্তি পায় জীবকুল
এ যে তাঁর সর্বশ্রেষ্ঠ দান।

Spread the love

You may also like...

error: Content is protected !!