T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়

অমলিন আলো
প্রথম বার দেখা হলে তাকে বলে — সাক্ষাৎ
দ্বিতীয় বার দেখাকে না-কি — দৈবাৎ বলে
তৃতীয় বারে তৈরি হয় সংঘাত,
এটা মাফিয়াপ্রবাদ,মনীষীবচন নয়
সাক্ষাৎ শব্দটির দিকে তাকাতেই দেখি পিছনে
উঁকি দেয় — সাক্ষাৎকার, ঠিক তার পিছনেই দাঁড়িয়ে
আর এক প্রবাদ — প্রভাত চৌধুরী
চোখে পাহারাদারের সতর্কবার্তা কপালে লেখা–ভাবীকাল
বললেন, সকাল নিয়ে একটা কবিতা লেখো তো!
আমি লিখলাম, ‘ভোর’, চারদিক ভরে গেলো লালে
গাছপালা পাখি আকাশ মাটি সবই লোহিত
মাটির উপর জেগে উঠলো কাঁকরডাঙা কাদাকুলি ছাঁদার……
মোরাম ধোয়া সব গরুর গাড়ির চাকার ক্ল্যাসিক ক্যাঁচরম্যাচর
চন্দ্রবোড়ার মতো গিলে নিচ্ছে বালির দামোদর
কাশফুলের গুচ্ছ হাতে দাঁড়িয়ে যে বালক সে অপু নয়
সেই তো সকাল আপাত গম্ভীর চাপাখুশির আপন প্রভাত
আর তখনই — শচীর আঙিনায় অমর পালের গলায়
কে যেন নেচে যায়…….