কাব্য কথায় জবা চৌধুরী

সময়ের পথে

হারিয়ে যেতে নেই কোনো ভয়
একলা পথে আজ
পথের টানে পথেই আমি —
সামনে চলাই কাজ ।
আঁধার কিংবা রোশনাই হোক
আগামীর সব বাঁক
নেই কোনো হারা,নেই কোনো তাড়া
শুনি সুদূরের ডাক।
অজানা মেয়াদ জীবন দৈর্ঘ্যের
সময়ের সাথে পা
চলুক দেহঘড়ি নিয়ে নাম-তরী
মন, তারই সাথে যা।
ভাব বিনিময়, যদি দেখা হয়
চলার পথেতে আজ
ভালোবাসা হোক, বাসা না-ই হোক
পথ পেরোনোই কাজ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।