সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

প্রেম কথা

পঙ্কজ গোবিন্দ মেধি
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

ভালোবাসতে আমাদের কেউ শিখিয়ে দেয় না
খারাপ পেতে আমাদের কেউ বুঝিয়ে দেয় না

নিজের ভালো লাগলে আমরা ভালোবাসি
খারাপ লাগলে খারাপ পাই
শিখিয়ে না দিয়ে অনুভব করি জটিল অনামী শিহরণ

কেউ শিখিয়ে দেয় না বলে ভালোবাসা ব্যকরণ মানে না
কেউ বুঝিয়ে দেয় না বলে খারাপ পাওয়া অভিধান জানে না

বুঝিয়ে না দেওয়ার জন্য ভালো খারাপের সমীকরণ অংক শুদ্ধ নয়
বিজ্ঞানের সূত্র প্রযোজ্য নয় জ্যামিতির বৃত্ত গোলাকার নয়

গোলাপের কাটার আঁচর
স্বপ্নের প্রতিচ্ছবির দর্পণ বাস্তবে ঠনঠন করে ভাঙ্গে
সেই জন্য খারাপ পাওয়ায় এত ভুল
ভালোবাসায় এত হুল
মানুষ না শেখানো না বোঝানো কোনো কথাই না মানা
একি অধম ছাত্রের স্কুল

ইচ্ছাগুলির জন্ম কোথায় হয়
আগ্রহগুলি কোথায় লালন করে উষ্মার শরীর
ঠোঁটগুলি কখন কোথায় ধারণ করে বক্র পথ
আঙ্গুলগুলি কোথায় স্থাপন করে স্পর্শ
আমাদের কেউ শিখিয়ে দেয় না
কুঞ্চিত ভ্রূ বিমঙ্গল অভিব্যক্তি
আমাদের কেউ বোঝালেও বোঝা হয় না
শিখেও না শিখেও বুঝে ও না বুঝেও
শেখা বোঝার অলিখিত ঘূর্ণিপাকের  মধ্যে
আমরা শিখি আদি পাঠ আমরা বুঝি চরণের ছায়ায়

এ কি প্রেম কথা

Spread the love

You may also like...

error: Content is protected !!