ক্যাফে কাব্যে জবা ভট্টাচার্য

বিসর্জন

এখনই ভাসান বোলো না

বোবাঠোঁট নৌকার গলুই ছুঁয়ে ভেসেছি কতবার
শরীরের জাঙ্গালে প্লাবন ঠেকিয়ে
জলদাসী মনকে বেঁধেছি নিরন্তর
মাটিতে গেঁথেছি দেহ, অশ্বমেধের ঘোড়া।

শুধু বৈধব্য দুপুরে
পিছুটানে শেষ স্পর্শ দিয়ে
বুকে জমিয়ে রেখেছি কিছু আলোর অসুখ।

ভেসেই তো আছি মৃত শয্যা জলে
তবু থাক না কোথাও কিছু এতটুকু—-

এখনই ভাসান বোলো না।

Spread the love

You may also like...

error: Content is protected !!