মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৭
বিষয় – ভাষা দিবস
আমার একুশ
একুশ আমার ভুবনডাঙ্গা, শিমুল ছাতিম গাছ
একুশ আমার বাউল মেঘে খুশির ময়ূর নাচ,
একুশ আমার ধানসিঁড়ি আর ঢেউয়ের কলতান
একুশ আমার স্বপ্নলতা কাজলা দিদির গান।
একুশ আমার দুঃখ মিঞা বুলবুলির ঐক্যতান
একুশ আমার মুখের ভাষা বুকে খুশির গান,
একুশ আমার রফিক ,সালাম ,বরকত ,জব্বার রাফিউল এর রক্তের রোশনাই
একুশ আমার বাংলা ভাষা বিশ্বজোড়া ঠাঁই।
একুশ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি
একুশ আমার শপথ নেবার দৃপ্ত প্রভাত ফেরী।
ফেব্রুয়ারির একুশ এলেই চোখ ভিজে যায় জলে
হৃদয় হতে শ্রদ্ধা জানাই শহীদদের চরণ তলে,
বাংলা ভাষাই গর্ব আমার ,বাংলা আমার প্রাণ
কণ্ঠ ছেড়ে গাও গো সবাই বাংলার জয় গান।