কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

কবিতা
আমি তোদের মাঝেই ফিরে আসবো
খালি গায়ে, খালি পায়ে, হয়তো বিবস্ত্র হয়ে,
তোদের সাথে কাটাবো দিন, মাস, লক্ষ – কোটি বছর৷
হিমালয়ে যাবো পাহাড়ের চূড়ায় সবুজ ঘাসের
ডগায় জমে থাকা শিশির বিন্দুর সাথে কথা কবো।
আমি তোদের হৃৎপিণ্ডে প্রবেশ করে গেয়ে যাবো
সাম্যের গান।
আমি প্রতিবাদী মিশিলে সামিল হবো ভেঙে দিবো
শ্লোগানে শ্লোগানে শোষক আর শাসকের সবকটি
রাক্ষসী বিষদাঁত।
আমি ক্ষুধার্ত অনাহারী বঞ্চিত শিশুদের কথা কবো,
লড়বো ওদের হয়ে ছিনিয়ে আনবো অন্ন বস্ত্র বাসস্থান।
আমি তোদের এক একটা মিসাইল বানাবো,
সাথে মিশিয়ে দিবো বস্তা ভর্তি ঘৃণা,
ছুঁড়ে দিবো ধর্ষকের বুকের ঠিক বাম পাশটায়,
জ্বলে পুড়ে ছারখারে অট্ট হাসবো হু হু হা হা করে।
আমি তোদের গায়ে হাত বুলিয়ে হৃদয়ের স্পন্দন গুনবো, আরো গভীরে গিয়ে ভালবাসার কথা কবো প্রিয় সুরে।
আমি হাসবো, কাঁদবো, মান অভিমান, রাগ অনুরাগ, তোদের সাথেই করবো, কথা দে যাবি না তবুও ছেড়ে।
তোরা মাঝে মাঝে এখনো ডাকিস আমিও সারা দেই
থাকতে পারিনা বেশিক্ষণ, নীল চোখ ,লাল চোখ,
উপহাসের চোখ কড়া নাড়ে দরজায়।
তবুও আসি, বারবার ভাসি কেননা কবিতা তোদের বড্ড বেশি ভালবাসি।