গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

একদিন ঘোষণা দিয়ে

একদিন ঘোষণা দিয়ে সব নষ্ট আত্মার
বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো।
এতো কাল ধরে নিপীড়িত মানবের
চোখের জলের দাম চাইবো।
পশু, পাখি, প্রকৃতির গায়ে যেসব নিকৃষ্ট আত্মা পাশবিকতা চালিয়েছে ওদের চলার পথ
আমি রুদ্ধ করে দিবো।
হাতিয়ার কেড়ে নিবো, যুদ্ধা হয়ে পরাস্ত করবো, মিথ্যে অংহকার যেখানে লালন করে সেখানে
সত্য দিয়ে সজোরে আঘাত হানবো।
একদিন খুব কাছে গিয়ে হাতটা ধরে সাহস যোগাবো,
টেবিলে টেবিলে দ্বারেদ্বারে ঘুরেঘুরে অস্থির হওয়া মানুষটাকে যাঁর শেষ সম্বল টুকু
খেয়ে নিতে চায় রাক্ষসের দল !
একদিন পাহাড়ের চূড়ায় গিয়ে হিমেল হাওয়ায় শরীর রেখে আকাশের পানে চেয়ে নীরবে সাদা মেঘকে অনুরোধ করবো কিছু কালো মেঘ ঢেকে দিতে যা একদিন প্রিয় মানুষ গুলো দিয়েছিল অকাণর বৈবস্বতার প্রতাপে !
একদিন মেঘলা দিনে পুরোনো সব স্মৃতি মনে করে
উদ্দাম আর সুরভি মাখা শত-সহস্র কামনা গাঁথা
মহা মূল্যবান ভালবাসা ফেরত চাইবো ধূর্ততা তোর কাছে যা অনেক আগে দিয়েছিলাম সোনালী ফ্রেমে করে।
একদিন সব হিসেব মিলিয়ে প্রশান্তি নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে কথা বলবো পানির স্রোতে ভেসে যাওয়া সব খড়কুটোর সাথে; শুনবো তাঁদের ভেসে বেড়ানোর গল্প।
একদিন আমার মতো আমাদের দেখবো পৃথিবী জুড়ে সেদিন আমরাই বেশি হবো, নষ্ট’রা হেরে যাবে।
সেদিন তুমি, হ্যাঁ তুমি, সাধারণ আমার মতো তুমি,
দেখবো তো আমাদের সাথে ?
Spread the love

You may also like...

error: Content is protected !!