সম্পাদকীয়

শুরু হল অরণ্য সপ্তাহ ।
প্রতি বছর ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই তারিখ অবধি টানা সাত দিন ধরে পালন করা হয় অরণ্য সপ্তাহ।
অরণ্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করে তোলা।
উদ্দেশ্য মহত । তবে তা শুধু খাতায়,কলমে থেকে লাভ নেই । রবীন্দ্রনাথ বীরভূমের লাল রুক্ষ মাটিতে,বৃক্ষরোপন উৎসব শুরু করেছিলেন পল্লী মঙ্গলের জন্যে ।
ধীরে ধীরে সবুজে ভরে উঠেছিল শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন ।
মানুষের চোখের আরাম হলে, মনের আরাম হয় আর তাহলেই সুকুমার বৃত্তি আপনি আসে । এ কথা রবীন্দ্রনাথের চেয়ে বেশি কেই বা জানতেন ।
শুভ অরণ্য সপ্তাহ ।
শুভেচ্ছা নিরন্তর ।
ইন্দ্রাণী ঘোষ