সম্পাদকীয়

বাঙালিয়ানা নাকি হারিয়ে যেতে বসেছে কালের নিয়মে । বাংলা ভাষাও হারিয়ে যাবে এমনি একটা ধারনাও হাওয়াতে ভাসছে । হয়তো খানিকটা হলেও এই আশঙ্কা সত্যি । এই ভয়ংকর আগ্রাসনের কালে একটাই ভাষা যা পৃথিবীর ব্যাবসার কাজে লাগে, কাজ পাওয়ার জন্য শেখা দরকার যে ভাষা সেটা জেনে রাখা ছাড়া আর কি বা করতে পারে পরের প্রজন্ম? এর উত্তর একটাই সবাই একই ভাষা কথা বললে, গান গাইলে, কবিতা লিখলে পৃথিবীটা একটা ইউনিফর্ম পরা কয়েদি অধ্যুষিত কয়েদখানা হয়ে যাবে । আর বন্দীদশায় কি আর জীবন তরণী বাওয়া যায়? যায় না । ভাষা সংস্কৃতি যে এক নিরন্তর স্রোত, সেই স্রোত কে শেকলে বাঁধতে কে কবে পেরেছে?
ভাবনা আসুক নতুন বছরে, নতুনের দিশারী হয়ে।
নববর্ষের শুভেচ্ছা সকলকে।

ইন্দ্রাণী ঘোষ

Spread the love

You may also like...

error: Content is protected !!