|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় ইন্দ্রাণী ঘোষ
by
·
Published
· Updated
মোর ভাবনারে…..
সেদিন দুপুরে খর রোদ্দুর. খুব রেগে ছিলেন সুয্যিদেব. বান্ধবীর সাথে দেখা নেই বহু যুগ. একটা মেসেজ, একটা ফোন কিচ্ছু না. প্রতি বছর এই সময়টা এত পরিশ্রম যায় আর এই সময়টাতেই যত অভিমানের ঝাঁপি খুলে বসা তাঁর. আরে বাবা এইটুকু বুঝবে না যে বিকেল ছটার পর হা ক্লান্ত অবস্থায় আর মান ভাঙানোর এনার্জি থাকে না. থাক না বুঝলে, না বুঝল, আর বলতে যাবার দরকার নেই. ক্লান্ত শরীরে চোখ বুজে আসে তাঁর. হঠাৎ কপালে টুপটাপ ফোঁটা. ইচ্ছে করে চোখ খোলেন না সুয্যি. থাক অভিমান কি সুন্দরী বান্ধবীর থাকতে হবে, পুরুষ মানুষ বলে চাওয়া, পাওয়া নেই বুঝি. জোর করে চোখ বন্ধ করে রাখেন সু্য্যি. সুন্দরী বান্ধবী যখন দুপুর বেলায় চুল এলিয়ে, সোনার নূপুর পায়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রখর বন্ধুটির দিকে তখন আমি দেখলাম আকাশ মিটিমিটি হেসে সাতরঙা আলো মেলে ধরেছে তাঁর প্রেয়সী পৃথিবীর মাথায় পরম আদরে.