একটি পেরেকে আত্মকাহিনী ঝোলানো আছে
আপাদমস্তক ভর ও ভার শূন্য
হালকা পালকের মতো দায়ভার
কিছুতেই আর বদলানো যায় না
শুধু ছিঁড়ে নেওয়া ছাড়া লোমগুচ্ছ
ধরে নিতে হয় ঝোলটানা বেবাক অধ্যায়
এ কাহিনী অধীত নয় হতেই পারে না
চতুষ্পদীয় ঘাস ও খড়ের জাবর প্রবৃত্তি
মাথার ওপরে খোলা আকাশের রোদজল
ফলতঃ গোবর ও মূত্রবিশেষে ঝাঁজআতর
বাগালের লাঠি আর সম্মুখে কাদাজল
ঝাড়বাছাই চলে না মেনে নিতে হয় চলাচল
যা কথ্য ছিল কহতব্য নয় অদৃশ্যে লিখন
শুধু পেরেকটি গেঁথে নিয়েছে সর্বনাশ
একটি ঐতিহাসিক দলিলের সাক্ষীমাত্র