কবিতায় গৌতম কুমার গুপ্ত

থার্ডক্লাস 

একটি পেরেকে আত্মকাহিনী ঝোলানো আছে
আপাদমস্তক ভর ও ভার শূন্য
হালকা পালকের মতো দায়ভার
কিছুতেই আর বদলানো যায় না
শুধু ছিঁড়ে নেওয়া ছাড়া লোমগুচ্ছ
ধরে নিতে হয় ঝোলটানা বেবাক অধ্যায়
এ কাহিনী অধীত নয় হতেই পারে না
চতুষ্পদীয় ঘাস ও খড়ের জাবর প্রবৃত্তি
মাথার ওপরে খোলা আকাশের রোদজল
ফলতঃ গোবর ও মূত্রবিশেষে ঝাঁজআতর
বাগালের লাঠি আর সম্মুখে কাদাজল
ঝাড়বাছাই চলে না মেনে নিতে হয় চলাচল
যা কথ্য ছিল কহতব্য নয় অদৃশ্যে লিখন
শুধু পেরেকটি গেঁথে নিয়েছে সর্বনাশ
একটি ঐতিহাসিক দলিলের সাক্ষীমাত্র
Spread the love

You may also like...

error: Content is protected !!