সম্পাদকীয়

প্রকৃতি বিষাদ কাটিয়ে মায়ের আগমনী তান বাঁধছে । শেষ দুপুরে দেখা যায় শরতের সোনা রোদ আপন মনে নকসা আঁকে নীল আকাশী জমিনে । সাদা মেঘের ভেলা ভাসে মধুর আলসে । বাতাস এসে কানে কানে বলে যায় এই মেঘের নামই সময় । এই শেষদুপুরের আলো নীল ডানায় মেখে দুটো মাছরাঙা উড়ে যায় দূরে আরও দূরে ।
ফিরে তাকায় না।

সকলকে শুভেচ্ছা ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।