সম্পাদকীয়

প্রাতিষ্ঠানিকতা বা প্রচলিত প্রথার পেছনে কিছু ধ্রুপদী ধ্যান ধারনা আছে বৈ কি । সঙ্গে সঙ্গে তাঁকে প্রশ্ন করাও চলে । স্বয়ং ফেলুদা যখন বলতে পারে জটায়ুকে ‘প্রশ্ন চলবে’ তখন আর চিন্তা কিসের । হোলিকা দহন দোলের আগের রাতে রমরমিয়ে চলছে, সঙ্গে সঙ্গে রবীন্দ্র সদন, নন্দন চত্বরে গিটারের তারে ঝংকার তুলছে বব ডিলানের সুর তাতে আছে প্রশ্ন ‘হাউ ম্যানি মাইলস আ ম্যান মাস্ট ওয়াক বিফোর ইউ কল হিম আ ম্যান?’
সত্যি তো ‘কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়?’
কত পথ পেরিয়েছে মানুষ? আগে যাদের ডাইনি বলে পুড়িয়ে মারা হত তাঁরা আসলে কে? এমন কেউ কি যাদের মানুষ বোঝে নি? কে এই হোলিকা? সে কি প্রতিষ্ঠানকে প্রশ্ন করা কেউ? আর এই বুড়ির ঘর পোড়ানো যে হয়, এই বুড়িরা কারা? ডাইনি নাম দেওয়া কোন অনার্য বনবাসী নারীরা কি?

প্রশ্নগুলো সহজ নয়, উত্তর তাই জানা নেই ।
প্রশ্ন চলুক, উত্তর একদিন পাওয়া যাবে ।
দোলের শুভেচ্ছা সকলকে ।

ইন্দ্রাণী ঘোষ 

Spread the love

You may also like...

error: Content is protected !!