সম্পাদকীয়

বৈশাখ মাস বাঙালির পবিত্র মাস । অন্তত আমরা যারা ৮০, ৯০ দশকে বড় হয়েছি এবং ব্রাহ্ম ঘেষা ইস্কুলে গেছি তাই জেনে এসেছি । তিনজন ঠাকুর আছেন এই ধরাধামে গগন, অবন এবং রবি ঠাকুর । তা রবি ঠাকুরের জন্মদিন তো এসেই গেল । সেই জন্যই এক মজার গল্প এই পবিত্র মাসে মনে পড়ে গেল । শান্তিনিকেতনের উত্তরায়ণের বারান্দায় কবি বসে লিখছেন । এক সাঁওতাল মেয়ে গরুর পাল নিয়ে ফিরছে । কবিকে দেখে সে বললে `তোর কোন কাজ লাই? সকালে গরু নিয়ে মাঠে যাবার ক্ষণে দেখি তুই লিখছিস, এখনো লিখছিস? ` কবি হেসে বলেছিলেন ‘ওই সাঁওতাল মেয়ে আমায় ঠিক চিনেছে, আমি তো সত্যি কোন কাজ করি না’ ।
গল্পটা শুনে সেই গানটার কথাই মনে হয় `আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরও বড় । এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় । এই তো । `
পঁচিশে বৈশাখের আলোর পরশ লাগুক সকলের ।
ইন্দ্রাণী ঘোষ