সম্পাদকীয়

কাব্যের পাশে গদ্য চিরকাল দুয়োরানী । বলতেই বলে জীবন গদ্যময় । অলঙ্কার, ব্যঞ্জনা, চিত্রকল্প, প্রতীক সবেতেই কবিতার যেন একচেটিয়া অধিকার । এ যেন সেই শুয়োরানীর আকাশের মত নীল, বাতাসের মত ফুরফুরে শাড়ী আর দুয়োরানীর মোটা তাঁতের কাপড়ের তফাত । তাই বলে কি দুয়োরানী সুন্দর নয়? নাকি তাঁর মোটা তাঁতের কাপড় , কুঁড়ে ঘরে বাঁদর ছেলে নিয়ে ঘরকন্না সুন্দর নয়?
অবশ্যই সুন্দর । তাঁর সৌন্দর্য্য কবিতার মত আপাতদৃষ্টিতে মোহময়ী, রহস্যময়ী না হলেও তেমন কলমের কাছে ধরা পড়লে সেও কবিতার মতই স্রোতস্বিনী, গভীর রাতে রাতচরা পাখীর ডাকের মত কুহকী,বসন্তে রঙের ঝোরার মত সাবলীল, রুক্ষ পাথরের বুকে থেকে হঠাৎ বেড়িয়ে আসা ঝর্ণার গানের মতই উচ্ছ্বল আবার কখনো লেবু ফুলের গন্ধ আর ঘুঘুর ডাক মাখা বাতাসের মত উদাসী ।

গল্পের খোঁজ চলুক জীবনে ।

ইন্দ্রাণী ঘোষ 

Spread the love

You may also like...

error: Content is protected !!