মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সর্বোত্তম)

অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২১
বিষয় – প্রেমাকাঙ্ক্ষিণী

প্রেমাসক্তি

প্রেমের আসক্তি জানি কখনো কখনো হানিকারক,
শুধু নিজের জন্যই নয় ,সমাজের পক্ষেও এর ফলাফল বিষময়।
তবু ক্ষতি জেনেও এক অপ্রতিরোধ্য আকাঙ্খার পুনরাবৃত্তির নাম প্রেমাসক্তি, ঠিক যেন শরীরের ক্যান্সার।
মাদকাসক্তি চৌর্যসক্তি হেরোইন পরকীয়া…
প্রেম…

আমার আসক্তি প্রেমের পাগলামি… প্রেমাকাঙ্ক্ষিণী আমি
জানি তাকে পাবো না কখনো…সে যে এখন
অন্যের!
তবু কেন ইচ্ছা হয় একবার শুধুই একবার তাকে দেখি স্পর্শ করি?
মেসেঞ্জারে সবুজ লাইটটা প্রলোভন দেখায় একবার মেসেজ করার জন্য,
নিজেকে অতি সন্তর্পনে সরিয়ে আনি, বুক আমার ফেটে যায়।

আমি তৃষিত পিপাসার্ত একমুঠো ভালোবাসার কাঙাল!
বাতায়নে দেখি উজ্জ্বল জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে!
আমি আমার একাকিত্ব নিয়ে বেলাশেষের অপেক্ষায়।
বৃষ্টির পর আকাশে যখন সাতরঙা রামধনু তার প্রেম বিলিয়ে দেয়…
মনে হয় আমার প্রিয়তমের ছাদ হতে কি রামধনু দেখা যাচ্ছে?
তাহলে এই গোধূলি লগ্নেই হবে আমাদের শুভদৃষ্টি।

এমন সময় কিছু নিশাচর পাখি উড়ে গেল দিকচক্রবালে…..
ক্লান্ত আমি অবসন্ন আমি
একগুচ্ছ রজনীগন্ধা হাতে প্রেমাসক্তিতে আবার যাই ডুবে।
চুপকথারা আজ নীরব নিস্তব্ধ, চারিদিকে চাপ চাপ শূন্যতা।
রাত্রি নিকষ কালো, প্রেমের ক্যানভাস সাদা বিবর্ণ! তাতে কেবল জল রঙের আলপনা।
প্রেমের আকাশে অবেলার আগুনে পুড়ছে কত বসন্ত আমার!
তবু অপেক্ষায় রই দিবসযামি। আমি যে প্রেমাকাঙ্ক্ষিণী!

Spread the love

You may also like...

error: Content is protected !!