সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

লাইনেই আছি

প্রণয় ফুকন 
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ

লাইনেই আছি
নিয়ম ভাঙ্গিনি।

রেশনের দোকানে সারি পেতে দাঁড়িয়েছি
পাঁচশো টাকার আশায়
ব্যাংকের বারান্দায় লাইনেই আছি।

লাইনেই আছি
সারি পেতে ভোট দিয়েছি,
অধিকার সাব্যস্ত করেছি।

জ্বর এবং কাশি হয়েছে,
কোভিদ টেস্টের জন্য সারি পেতে  দাঁড়িয়েছি।
নিয়ম ভাঙ্গিনি।

লাইনেই আছি
ভ্যাকসিন নেই, ফিরে এসেছি।
নিঃশ্বাস নিতে কষ্ট পেয়েছি,
অক্সিজেন নেই
লাইনেই আছি।

মর্গে জায়গা নেই
সারি পেতে বারান্দায় পড়ে রয়েছি
নিয়ম ভাঙ্গিনি।

জ্বালানোর জন্য খড়ি নেই, টাকা নেই
পবিত্র নদীর বুকে ভেসে গিয়েছি
লাইনেই আছি।

শ্মশানে খালি নেই
আগে আর ও তিনটি বডি রয়েছে
লাইনেই আছি।

নিয়ম ভাঙ্গিনি
লাইনেই আছি।

Spread the love

You may also like...

error: Content is protected !!