T3 নববর্ষ সংখ্যায় আইভি ব্যানার্জী

চৈত্র শেষে এলো আবার, বৈশাখী নতুন প্রভাত। মান – অভিমান ভুলে সবাই, করে শুভ সাক্ষাৎ। দুঃখ যত পুরানো দিনের, ভুলে যাওয়ার পালা।
খোলা মনে এগিয়ে চলা , শুধুই আনন্দ মেলা। হাসি মুখে সবার মাঝে, নিজেকে বিলিয়ে দেওয়া। আনন্দ আর খুশির জোয়ার , সবার সাথে পাওয়া।
এমনি করেই প্রতি ঘরে, আসুক নববর্ষ। সুখ দুঃখ সবার সাথে, বেঁচে থাকুক হর্ষ।