কবিতায় পদ্মা-যমুনা তে হাসান শরাফত

আমার গাঁয়ে

অট্রালিকা ছেড়ে একবার

এসো আমার ছোট্ট গাঁয়ে,

প্রকৃতির সে নির্মল হাওয়া

লুটিয়ে পরবে তোমার পায়ে।

প্রকৃতির ঐ গাঁয়ে হলুদ

দেখবে তুমি সরিষা ফুলে

মনের ভেতর যত ক্লেশ,

নিমিষেই সব যাবে ভুলে।

পাখির গানে ঘুম ভেঙে যেই

উঠবে তুমি সতেজ ভোরে,

ঘাসের বুকে শিশির কন্যা

পা ধোয়াবে আদর করে।

কাশ ফুলেতে হাওয়া লেগে

যখন দুলে খালের ধারে,

এমন দৃশ্য দেখে তোমার

মন রবে না মনের ঘরে।

বলছি ও ভাই এসো একবার

যানযটের ঐ শহর ছেড়ে,

এমন গাঁয়ের মোহে তোমার

মন চাইবে না যেতে ফিরে।

Spread the love

You may also like...

error: Content is protected !!