T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় হামিদুল ইসলাম

অবিশ্বাসের লাশ
প্রতিদিন সকাল সন্ধ্যায় পুঁতি বিশ্বাসের গাছ
চারদিকে অবিশ্বাসের হাওয়া
ভেঙে পড়ে গাছ
অকারণ বসন্ত তবু আসে গাছের লতায় পাতায় ।।
গালিচা পাতা রোদে মুখ তোলে বিরাগী অঙ্কুর
ঘাম নুন জলে নোঙর করি জীবন
জোসনা ছুঁয়ে যায় সমুদ্রের লোনা জলের স্বাদ
উড়ে যায় হিরণ্ময় পাখি ।।
তখনো বসন্তের রোদ খুঁটে খায় তৃষার্ত চাতক
অদূরে সারি সারি মৃত গাছ
রোজ রোজ মেঘ হয়ে বৃষ্টি নামে ছবির পাতায়
জীবনের কথাঘরে জন্ম নেয় অবিশ্বাসের লাশ ।।