• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় হরেকৃষ্ণ দে

পঁচিশের বুকে বৈশাখ থাকুক অক্ষয়

জোড়াসাঁকোর কোল ভরে এসেছিলে বাংলার মাটিতে,
দিয়ে গেছো অফুরান জীবনের জীবন্ত আলো,
মহীরুহ হয়ে আজও আছো অন্তর ও বাহিরে তুমিই সেই রবীন্দ্রনাথ ৷
‘চোখের আলোয় ‘,’আগুনের পরশমনি’–
প্রাণে প্রাণে জাগিয়েছো তোমার ‘গীতবিতানের অমর সৃষ্টিপথে।
তোমার গীতবিতানের বাগানে বেজে ওঠে প্রাণের সুর,
তোমার ছত্রছায়ায় পেয়েছে বাঙালি বাঁচার তাগিদ৷
হে কবিগুরু–তোমাদের উজ্জ্বল উপস্থিতি,
বাংলার সুনিবিড় ছায়ায় পল্লবিত,
গীতাঞ্জলির গৌরবে গরীয়ান বাঙালি৷
হিন্দু-মুসলমানের বিদ্বযের কালি মোচনে আজও ঝঙ্কার তোলে তোমার কলম সমাজের আঙিনায়৷
জাতীয় সংগীতে দুই বাংলায় ভরে ওঠে দেশপ্রেম–
তুমি ঋত্বিক আমাদের,পঁচিশের বুকে বৈশাখ থাকুক
বুকের ভেতর অক্ষয়।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।