কবিতায় গোবিন্দ মোদক

সম্পর্ক
সম্পর্ক ছেঁড়াছেঁড়ি করতে গেলে
ইতিউতি স্মৃতির তুলো ওড়ে
কখনও বা বুড়ির সুতোর মতো
উড়ে যায় ফাল্গুনী সকাল
রোদজুড়ে একা
আগুন পোহায় কৃষ্ণচূড়া,
দাউ দাউ আকাশে
একা উড়ে যায়
অসময় কোনও কোকিল
পৃথিবীও জ্বলে –
জ্বলে জ্বলে খাক হয়
তবু নতুন জাগে
পুরোনো সম্পর্কের ধ্বংসাবশেষ ফুঁড়ে
এসো, ফের মালা গাঁথি
গান গাই আর কবিতা লিখি।