কবিতায় ডা: মধুমিতা ভট্টাচার্য

এগিয়ে যাও

বিভেদের নদী বয় এখনো
সভ্য সমাজ মাঝে-
যদিও পিছিয়ে নেই নারী
আজ আর কোনো কাজে।

তবুও নারীকে অবলা বলে,
অহংকার কিছু মানুষের!
নারীকে অবদমিত করে
আনন্দ তাদের।

এ যুগে বহু সংসার
চলে নারীর রোজগারে,
তবুও মারামারি,গালাগালি,
মত্ত পুরুষত্বের ঘোরে ।

দশভূজা নারী আজ
ঘরেতে ও বাইরে,
গণ্ডির বাঁধন ছেড়ে,
পোউঁছোতে হবে সমাজের শিখরে!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।