সাতে পাঁচে কবিতায় গৌতম চট্টোপাধ্যায়

এ সময়, কেন অন্য সময় নয়!!!
ভেবে বলো দেখি, এখনো কী দিন হয়
সূর্য বোঝে কী ঘামাচির যন্ত্রণা
এখনো আকাশে পূর্ণিমা চাঁদ ওঠে
না-কী শেয়ালের চোখে সব আলো শেষ হয়
ভেবে বলো দেখি, আগুন কোথায় লাগে
মনে’তে না পেটে না-কী বুক’ও দাউদাউ করে
না-কী কামারশালায় স্ফুলিঙ্গ ছোটে শুধু
না-কী মৃত্যুর চোখ জিঘাংসা’র ক্ষত বয়
ভেবে বলো দেখি, এ সময় কেন অন্য সময় নয়
গিরগিটি সব ধর্মের ভার বয়
কেন লালন, কবীর গান ধরে না-কো আজ
বুদ্ধের হাসি রয়ে রয়ে ম্লান হয়
ভেবে বলো দেখি, সত্যি’রা বেঁচে আছে
না-কী প্রতারক, প্রবঞ্চক’ই রয়ে যাবে
শামুকের কোলে কতদিন শোবে আর
একদিন খোল এমনিই ভেঙে যাবে
ভেবে বলো দেখি, ঠোঁট কেন আজ সাঁটা
মধু চেটে চেটে সব স্বর বুজে গেছে
এখনোতো মাছ গিলে খায় কামটুঙ্গিরা
তবুও এখনো রয়ে গেছো সাদামাটা